সিলেট আলাপ ডেস্ক :লেবাননে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। রোববার (১৩ অক্টোবর) জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে হিজবুল্লাহর নানা লক্ষ্যবস্তুতে অন্তত ২০০টি বিমান হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এ সময় দলটির দক্ষিণ লেবাননের অবকাঠামো ধ্বংস করেছে।
তবে এতসব হামলার মধ্যেও হিজবুল্লাহর হোম ফ্রন্টে রকেট ফায়ার যথেষ্ট পরিমাণে কমাতে ব্যর্থ হয়েছে।
এদিকে, ইসরাইলে দেড় শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ। এতে এক মিলিয়ন ইসরাইলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে দেশটির।
হিজবুল্লাহ একটি ড্রোন দিয়ে ইসরাইলের হার্জলিয়ার একটি আবাসিক এলাকায়ও আঘাত হানতে সফল হয়েছে।
অপরদিকে, হামাস ও তার মিত্রপক্ষের চতুর্মুখী হামলায় দেশ ছাড়ছে ইসরাইলিরা। চলতি যুদ্ধে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি ইসরাইলি দেশে ছেড়েছে। এর মধ্যে ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট এবং উচ্চ-প্রযুক্তি বিশেষজ্ঞরাও রয়েছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরাহাম