1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. rimonahmed1993@gmail.com : Rimon Ahmed : Rimon Ahmed
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

ব্রাজিলের কোপা আমেরিকার দল ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :চোটের সঙ্গে এখনো লড়ছেন নেইমার জুনিয়র। ফিট হতে যখন সংগ্রাম করে যাচ্ছেন আল হিলালের স্ট্রাইকার, তখনই বড় দুঃসংবাদ শুনলেন। তাকে ছাড়া যে এবারের কোপা আমেরিকায় খেলতে নামবে ব্রাজিল।

শুক্রবার (১০ মে) নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোচ দরিভাল জুনিয়রের ২৩ সদস্যের দলে জায়গা হয়নি ৩২ বছর বয়সী স্ট্রাইকারের। নেইমার এখন সুস্থ না হওয়ায় জায়গা না পেলেও পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা।

দরিভালের দলে চমক হিসেবে আছেন বিস্ময়বাল এনদ্রিক। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী তারকার সঙ্গে প্রথমবার দলে ডাক পেয়েছেন গুয়েলহার্মে অ্যারেনা ও ইভানিলসন। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে রক্ষণভাগ সামলানো অ্যারেনা এবার জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সব মিলিয়ে এ মৌসুমে ২৪ গোল করে পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে আলো ছড়িয়েছেন ইভানিলসন।

ইভানিলসনের সঙ্গে আক্রমণভাগে রিয়ালের হয়ে দুর্দান্ত জুটি গড়া ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো রয়েছেন। সঙ্গে গোল করার দায়িত্বে থাকছেন রাফিনহা-গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকারা। গোলবারে যথারীতি জায়গা ধরে রাখা অ্যালিসন বেকার-এদেরসনের সঙ্গে আছেন বেন্তো। রক্ষণভাগের দায়িত্ব পড়েছে এদের মিলিতাও, মার্কিনিওস, দানিলোদের কাঁধে। আর রক্ষণ এবং আক্রমণভাগের সঙ্গে যোগসূত্র তৈরিতে মাঝমাঠের নেতৃত্ব দেবেন লুকাস পাকেতা-ব্রুনো গুইমারেস-ডগলাস লুইস।

সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে রয়েছে। গ্রুপে তাদের সঙ্গী প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকা। আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, কোস্টারিকার বিপক্ষে। দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জুন।

গোলরক্ষক : আলিসন (লিভারপুল), বেন্তো (অ্যাথলেটিকো-পিআর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (জিরোনা), গুয়েলহার্মে অ্যারানা (অ্যাথলেটিকো-এমজে), ওয়েন্দেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি)।

মিডফিল্ডার : আন্দ্রেস পেরেরা (ফুলহাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), হুয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম)।

অ্যাটাকার : এনদ্রিক (পালমেইরাস), ইভানিলসন (পোর্তো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (জিরোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park