1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. rimonahmed1993@gmail.com : Rimon Ahmed : Rimon Ahmed
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

বাবা কারাবন্দি, তাই জেলেই বিয়ে করলেন মেয়ে

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কারাগারের ভেতর বিয়ে করেছেন দুবাইয়ের এক তরুণী। কারণ তার বাবা ওই কারাগারের একজন বন্দি। মেয়ের ইচ্ছে ছিল বিশেষ দিনটিতে তার বাবাকে পাশে রাখার। তার ইচ্ছা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন— যেন কারাগারের ভেতর তার বিয়ের ব্যবস্থা করা হয়।

ওই তরুণীর আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে বিয়ের আয়োজন করেছে। এমনকি বিয়েতে উপহার হিসেবে তরুণীর ঘর সাজিয়ে দিয়েছে। তরুণী কারা কর্তৃপক্ষের কাছে আবেদনে জানায়, তার বিয়ের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। এতে তিনি আরও জানান, এই দিনটিতে বাবা কাছে থাকাটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দুবাইয়ের কারা কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার মারওয়ান জালফার বলেছেন, তারা ওই তরুণীর আবেগ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করেছেন। কারণ তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

কারা কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন করার জন্য শেখ আহমেদ আল সিহি নামের এক কাজীকে কারাগারে আমন্ত্রণ জানায়। এর পর তিনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে গত সেপ্টেম্বরে অপর এক তরুণীকে তার জন্মদিনের দিন— কারাগারে বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। ওই বাবা দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে আটক ছিলেন। খবর খালিজ টাইমস।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park