1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. rimonahmed1993@gmail.com : Rimon Ahmed : Rimon Ahmed
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

নারী সেজে চুরি, হিজড়া সেজে ছিনতাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীতে অভিনব এক চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ছেলে হলেও চুরি করে নারী সেজে। আবার সড়কে চাঁদাবাজি করে হিজড়া সেজে। একটি চুরির তদন্ত করতে গিয়ে পুলিশ এই ধূর্ত চক্রের বিষয়ে জানতে পারে। পরে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মনির প্রকাশ ওরফে হিজলা মনির ওরফে প্রকাশ মণি (২৭) এবং রফিক প্রকাশ ওরফে ডিমালি প্রকাশ ওরফে অপরুপা প্রকাশ ওরফে রূপা (২৮)।

বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মেয়ে সেজে চুরি, হিজরা সেজে ছিনতাই!

গত ২৭ আগস্ট মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকার ট্যুর এন্ড ট্রাভেলসে দুর্ধর্ষ এক চুরি হয়। চুরি করে আড়াই লাখ টাকা, দুইটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, চুরি করেছে এক মেয়ে। পরে তদন্ত করে গ্রেপ্তারের পর পুলিশ দেখতে পারে, চোর মেয়ে নন, ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই মেয়ে সেজে চুরি করেন তারা। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা সাজেন হিজড়া। হিজড়া সেজে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন।

মাথায় ঘোমটা, হাতে ছাতা!

সাধারণত শুক্রবার ও শনিবার ছুটির দিন হলেও রফিক ও মনিরের কাছে এই দুই দিনই কাজের দিন। কারণ এসময় অফিস বন্ধ থাকে। তারা যে অফিসেই যায় সেখানে মাথায় ঘোমটা দিয়ে ঢুকেন। আবার রুমে ঢুকলে মাথায় ছাতাও ধরেন। কারণ এসব জায়গায় সিসি ক্যামেরা থাকে। সেই ক্যামেরায় মুখ না আনার জন্যই এই ঘোমটা ও ছাতার ব্যবহার করেন তারা। যেখানেই চুরি করে সেখানেই সিসি ক্যামেরা ভেঙে দিতেন।

আসল নাম রফিক। কিন্তু বাইরে তিনি পরিচয় দেন রূপা নামে। একইভাবে আরেকজনের নাম মনির। কিন্তু তিনি বাইরে পরিচিত মণি নামেই। তারা দুইজনই ছেলে হলেও বাইরে তারা কখনও হিজড়া হিসেবে, আবার কখনও নারী হিসেবেই পরিচয় দিতেন।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, প্রায় ৪ বছর ধরে তারা চুরি করছিলেন। এ পর্যন্ত প্রায় শতাধিক চুরি করেছেন তারা। কিন্তু মেয়ে সেজে করার কারণে অধিকাংশ সময়ই তাদের শনাক্ত করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, দুটি মোবাইল ও ১ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park