1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. rimonahmed1993@gmail.com : Rimon Ahmed : Rimon Ahmed
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

টানা দ্বিতীয় ফাইনালে ছেলেরা, সাফল্যে মেয়েদেরও

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :এএইচএফ জুনিয়র হকিতে প্রথম সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৫-১ গোলের জয়ে। এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সিঙ্গাপুরের টার্ফে চাইনিজ তাইপে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায়। ওয়ে চেং জে আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বাংলাদেশ ম্যাচে ফিরেছে একই মিনিটে। দ্রুত আক্রমণে উঠে মোহাম্মদ জয় লাল সবুজ দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন। এরপর ছিল বাংলাদেশের একচেটিয়া প্রাধান্য। একের পর এক গোল আসতেই থাকে। আমিরুল ইসলাম ১৬ ও ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন।

মাঝে ২৩ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর স্টিক থেকে এসেছে আরও একটি গোল। শেষের দিকে অর্থাৎ ৫৮ মিনিটে আব্দুল্লাহ আক্রমণ থেকে আরও একটি গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন। কাল রবিবার ফাইনালে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তারা।

এর আগে দিনের শুরুতে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়া কাপের জুনিয়র আসরের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ইন্দোনেশিয়াকে ১০-১ গোলের ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park