1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. rimonahmed1993@gmail.com : Rimon Ahmed : Rimon Ahmed
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের অর্জন এখনও দৃশ্যমান হয়নি: বাসদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি”শীর্ষক এক মতবিনিময় সভা শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় টুকেরবাজার ইউনিয়নের নয়াবাজারে অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফ্রন্ট নেতা মকবুল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, স্থানীয় সংগঠক নুরুল ইসলাম, আব্দুল্লাহ পারভেজ, শ্রমিক নেতা জয়নাল আহমদ, পারভেজ আলম, ইউনুস আলী, হৃদয় আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের ১০০দিন পূর্ণ হয়েছে। কিন্তু এখনো নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। সিন্ডিকেট বহাল তবিয়তে আছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। চুরি, ছিনতাই, ডাকাতিসহ মব কিলিং বন্ধ হয়নি। ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই মজুরি চাইতে গিয়ে গুলি খেয়ে শ্রমিকদের নিহত হতে হচ্ছে। অথচ ’২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমিকরা অকাতরে জীবন দিয়েছে।

বক্তারা বলেন, সরকারের ১০টি সংস্কার কমিটির এখনো তেমন কোন অগ্রগতি নেই। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সরকার এখনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। ফলে গণঅভ্যুত্থানের অর্জন দৃশ্যমান হয়নি। জনগণ ধোঁয়াসার মধ্যে রয়েছে।

বক্তারা, নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করা,বৃহত্তর টুকেরবাজার ইউনিয়ন কে নদী ভাঙ্গনের কবল রক্ষার আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park