সিলেট আলাপ ডেস্ক :২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য দেশ ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।
এই নির্বাচনে জয়ের পর প্যারিসে অবস্থান করা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ডা. দীপু মনি বলেন, ‘এই জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁঁর প্রাজ্ঞ, দূরদর্শী ও সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্ব সভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।’
এই নির্বাচন জয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী।
নির্বাচনী ফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক ওদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তানিয়া